গতমাসে শ্রীলঙ্কার বিপক্ষেই ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। এরপর থেকেই দলের বাইরে আছেন তিনি। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ পরিণত হওয়া ম্যাচের দলে ফিরেছেন চোট কাটিয়ে সুস্থ হওয়া টাইগারদের নিয়মিত টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দলে নেওয়ার কথা জানায়। শুক্রবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।