মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তাকে দেখে স্কুলে সমাবেশে থাকা আরও ২৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকেবিদ্যালয়ে সমাবেশ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এরপরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
বিদ্যালয়ে শিক্ষক মীর মোঃ গোলাম জাকারিয়া বেঙ্গল বার্তাকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ চলাকালীন হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এরপরই তাকে দেখে একের পর এক ছাত্রীরা মাটিতে পড়ে যেতে থাকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা মিলে ছাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।