কিশোরী ফুটবলাররা এবার যাচ্ছে হংকংয়ে চারজাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে। রাত ২ টার দিকে মারিয়া-আঁখিরা উড়াল দেবে হংকয়ের পথে। স্বাগতিক হংকং ছাড়াও টুর্নামেন্টের অন্য দুই দল ইরান ও মালয়েশিয়া।
চার দলের খেলা হবে লিগভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের কিশোরী ফুটবলাররা সাফে যেভাবে ভালো ফুটবল খেলেছে হংকংয়েও তেমন খেলতে চায়। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘টুর্নামেন্টের অন্য দলগুলো ভালো। তবে আমরাও এখন ভালো। ওখানে ভালো খেলার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। ডিসেম্বরে ঢাকায় আমরা দর্শকদের আনন্দ দিয়েছি। হংকংয়েও দিতে চাই।’