খানিকটা গোপনীয়তার সঙ্গে এনগেজমেন্টটা সেরে ফেললেও বিয়েতে বিন্দুমাত্র গোপনীয়তা থাকবে না। সকলকে জানিয়েই ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ এবং শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বাওয়ালি রাজবাড়িতে।
মঙ্গলবার রাতে রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনরা। এ খবরটি রাজ-শুভশ্রীই ভক্তদের জানিয়েছেন।
শুধু বাগদানই নয়, একই দিন রেজিস্ট্রিও করেছেন তারা। আগামী ১১ মে বিয়ের তারিখও ঠিক করে ফেলেছেন এ জুটি। শুভশ্রী’র বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছেন, ১১মে বাওয়ালির রাজবাড়িতে আনুষ্ঠানিক বিয়ের পর রিসেপশন হবে। এই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকা অবশ্য বেশ লম্বা ।
নিজেদের নতুন জীবনে প্রবেশের কথা একইসঙ্গে জানিয়েছেন এই নবদম্পতি। টুইটারে নিজেদের আংটি বদলের ছবি পোস্ট করেছেন রাজ ও শুভশ্রী।
টুইটে শুভশ্রী লিখেছেন, ‘আমি আমার প্রেমগাথাকে ভালোবাসি। জানি এটা খুব অগোছালো, কিন্তু এটাই সেই গল্প যা আমাদের এক করলো।’
রাজ লিখেছেন, ‘সব মতোভেদের পর আজ আমরা একে অপরকে বেছে নিলাম, জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটবো বলেই। সবার আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করি।’
এই পরিচালক এবং অভিনেত্রীর সম্পর্ক নিয়ে টলিউডে নানা সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এবার সমস্ত গুঞ্জনের সমাপ্তি ঘটলো ।