চালবাজ সিনেমায় শাকিব-শুভশ্রীকে যেভাবে দেখা যাবে

বিনোদন

মুক্তির অপেক্ষায় পূর্ণদৈর্ঘ সিনেমা ‘চালবাজ’। যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’ এর বহুল সাফল্যের পর এবারে শাকিব-শুভশ্রী জুটির নতুন আকর্ষণ জয়দীপ মুখার্জী পরিচালিত সিনেমা ‘চালবাজ’। কিভাবে এ ছবিতে এ জুটিকে নতুনরূপে আবিষ্কার করবে দর্শকরা, এরইমধ্যে এ নিয়ে দুই বাংলায় সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। তবে বিউটিকুইন শুভশ্রী সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে কিছুটা আভাস দিয়েছেন।

সম্প্রতি কলকাতায় এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘খুব মজার একটা গল্প। সেটা ছবির নাম শুনেই বুঝতে পারছেন। ছবির হিরো শাকিব খান পুরো ছবি জুড়ে নানা ‘চালবাজি’ করতে থাকে। এর পেছনে কোনো নোংরা অর্থ নেই। আসলে ও(শাকিব) সবকিছুর মধ্যেই শুধু টাকার ডিল করে!  মানে ধরুন, আমি বললাম— আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন? উত্তরে সে বলবে, পৌঁছে দিতে পারি, কিন্তু আমাকে এতো টাকা দিতে হবে। আর আমার চরিত্রটা খুব অ্যাম্বিশাস এক মেয়ের। যে বিয়ে করবে না বলে লন্ডনে পালিয়ে যায়। সে চায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে। ছেলেটি ও মেয়েটি একে অপরের সঙ্গে ফেঁসে যায়। সব মিলিয়ে দারুণ একটি ছবি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *