৩৬ বছর আগে আজকের এই দিনে অর্থাৎ ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। তাঁর ক্ষমতা দখলের সেই দিনেই ঢাকায় মহাসমাবেশ করে জেনারেল এরশাদ গণতন্ত্রের কথা বললেন।
তিনি বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি জয়ী হয়ে ‘ইতিহাস সৃষ্টি করবে।’
গণঅভ্যুত্থানে পতনের পরও জেনারেল এরশাদ বাংলাদেশের রাজনীতিতে টিকে গেছেন। এখন তিনি বলে থাকেন, গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন।
তবে বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলের ভোটের রাজনীতির কারণে তাঁর পুনর্বাসন সম্ভব হয়েছে।