জোনাকি সিনেমা ক্রিকেট খেলা দেখানোর উদ্যোগ নিয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ বনাম ভারতের নিদাহাস ট্রফি’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলা এবার দেখা যাবে পল্টনে অবস্থিত জোনাকি সিনামা হলের বড় পর্দায়। বাংলাদেশ বনাম ভারতের এ ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য অবশ্য টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রিয় দর্শকদের।
ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে ৭০ টাকা ও রিয়াল সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ৬০ টাকা। খেলা দেখানোর জন্য সন্ধ্যা ৭টায় হলের গেট খোলা হবে।
আর এর জন্য হলের বাইরের গেটে খেলার পোস্টারও লাগানো হয়েছে। চলছে মাইকিং।
সিনেমা হলের পর্দায় খেলা দেখানো নতুন কিছু নয়। এর আগেও বিপিএল’র সময় অনেক হলেই খেলা দেখানো হয়েছে।