কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ ২ হাজার ৯২৬টি ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১৫ মার্চ ভোররাতে টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা এবং দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, বিজিবি এ যাবৎ ইয়াবার যত চালান জব্দ করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড়।