ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ফি কমলো

বিজ্ঞান ও প্রযুক্তি

সকল ডোমেইন একই রেটে বাৎসরিক ফি ধার্যের সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল।এখন থেকে সমহারে রেজিেস্ট্রেশন করা হবে।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিেস্ট্রেশন করা হবে। আর এ ক্ষেত্রে ফি কমিয়ে সকল ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০ টাকা ফি-তে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *