গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ার’ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশন ও সংগ্রামী জীবন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াবে। এ চেয়ার থেকে পিএইচডি ফেলো প্রদান করা হবে। বাংলাদেশের জন্য টেকসই ও সমন্বিত স্মার্ট জ্বালানি মডেলিংয়ের ওপর গবেষণা করতে এ চেয়ার প্রণোদনা দেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখান থেকে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে গবেষণা করা হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সর্বোত্তম জ্বালানি গ্রিড মডেলিং নির্মাণসংক্রান্ত উদ্ভাবনী গবেষণার জন্য বাংলাদেশ থেকে সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের পাশাপাশি বক্তব্য রাখেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান–ওচার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে থাইল্যান্ডের রানং ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের সুযোগ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ড দীর্ঘদিনের বন্ধু। দুই দেশ বঙ্গোপসাগর ও সমুদ্রপথে পরস্পরের সঙ্গে সংযুক্ত। আমাদের উচিত বাণিজ্য সহযোগিতা, বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ আরও বাড়ানো।’