নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কাইফ

বিনোদন

নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কাইফ। না প্রেম ঘটিত ব্যাপার নয়। ‘থাগস অফ হিন্দোস্তান’ ছবির সেটে আমির খানের সঙ্গে ছবির আর এক নায়িকা ফতিমা সানা শেখের অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই নাকি কপালে ভাঁজ পড়েছে  ক্যাটরিনার। এমনই জানা গিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

এক ঘনিষ্ঠ সূত্রের কথা অনুযায়ী, ‘‘এই ছবিতে নায়িকাদের তেমন ভূমিকা নেই। এটি সবসময়েই আমির খান ও অমিতাভ বচ্চনের ছবি। যশ রাজ ফিল্ম ও আদিত্য চোপড়ার সঙ্গে বহু দিনের সম্পর্কের কারণেই ক্যাটরিনা অভিনয় করতে রাজি হয়েছেন। কিন্তু আমিরের সঙ্গে ফতিমার বেড়ে চলা বন্ধুত্ব দেখে ক্যাটরিনা  একটু হয়তো চিন্তিত।’’

এর আগে এক সংবাদমাধ্যমের কাছে আমির বলেছিলেন, ছবিতে ক্যাটরিনার থেকে ‘দঙ্গল’ (২০১৬) ছবির অভিনেত্রী ফতিমার বেশি অভিনয়ের অংশ রয়েছে। এতেও মনক্ষুন্ন হয়েছিলেন ক্যাটরিনা।

আমির বলেছিলেন, ‘‘ছবিতে ক্যাটরিনা রয়েছে, তবে সেটিকে লিড রোল বলা যায় না। তিনটি গুরুত্বপূর্ণ গানের মধ্যে দু’টিতেই রয়েছেন ক্যাটরিনা। কিন্তু ফতিমার চরিত্রটি নিয়েই ছবিটি তৈরি। ওই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।’’

এর পরে আর এক সংবাদমাধ্যমের কাছে ক্যাটরিনা বলেন, ‘‘এগুলো কোনও ব্যাপার নয়। অযথা নাটকীয়তা তৈরির চেষ্টা বন্ধ করা উচিত। আমরা প্রত্যেকেই ছবির অংশ হতে পেরে খুশি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *