গত শুক্রবার দ্বিতীয় বারের জন্য বাবা হলেন সোহম।সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে খবর। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন।
২০১৬-এ প্রথমবার বাবা হন সোহম। সে বারও তনয়ার কোলে এসেছিল পুত্র সন্তান। ২০১২-তে তনয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সোহমের।
চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম। সক্রিয় রাজনীতির ময়দানেও তাঁকে দেখেছেন দর্শক। দুই ছেলেকে নিয়ে এ বার এক নতুন জার্নি শুরু হল তাঁর।