বাংলাদেশে প্রোফাইল পিকচার গার্ড চালু করছে ফেইসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি যাতে কেউ চুরি করতে না পারে, সে ধরনের একটি ফিচার বাংলাদেশে চালু করছে ফেসবুক। আজ বৃহস্পতিবার ফেইসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চ ফেইসবুক নিউজরুমে বাংলায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেইসবুকের পোস্টে বলা হয়েছে, প্রোফাইল পিকচার ফেইসবুকে কমিউনিটি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই তাঁর বন্ধুদের খুঁজে যোগাযোগ করতে পারেন। কিন্তু অনেক ব্যবহারকারী ফেইসবুকে তাঁদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করে না। একটি গবেষণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, কিছু নারী তাঁদের চেহারাসংবলিত কোনো ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তাঁরা সব সময় ইন্টারনেটে তাঁদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।

আরও বলা হয়, ‘ফেইসবুক ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল পিকচারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান। সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক ফিচার যুক্ত করার চেষ্টা করছি, যার মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারী তাঁর পছন্দানুযায়ী প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন।’ গবেষণায় দেখা গেছে, প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন এ ফিচারে ফেইসবুক ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করার নির্দেশনাবলি দেখতে পাবেন। এই গার্ডটি ছবিতে ব্যবহার করলে অন্য সব ব্যবহারকারী চাইলেই কারো প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবে না। ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি প্রোফাইল পিকচারে নিজেদের বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এ নিরাপত্তাব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও ফেইসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না। নিরাপত্তার সংকেত হিসেবে প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *