গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কমে গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সে বলা হয়েছে, ২০১৭ সালের তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বের মোট ১৩৩টি দেশের ওপর ওই তালিকা করা হয়।গত শুক্রবার সূচকটি প্রকাশ করা হয়।
গ্লোবালফায়ারপাওয়ার ডটকমে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বাজেটে প্রতিরক্ষা খাতে ১৫৯ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের আছে ১ লাখ ৬০ হাজার সেনাসদস্য ১৬৬টি এয়ারক্রাফট ৫৩৪টি ট্যাংক।প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের কাছে আছে মোট ৮৯টি ‘নেভাল এসেট’। এ ছাড়া ৬টি ফ্রিগেট, ৪টি কভেটিস, ২৮টি পেট্রোল ক্রাফট, ৫টি মাইন ওয়ারফেয়ার ভেসেল। বাংলাদেশের কাছে কোনো বিমানবাহী ক্যারিয়ার, ডেস্ট্রয়ার বা সাবমেরিন নেই বলা হয়েছে। তবে বাংলাদেশের সাবমেরিন আছে।
তালিকায় যুক্তরাষ্ট্রের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। এর পরেই বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে দুই, তিন ও চার নম্বরে আছে রাশিয়া, চীন ও ভারত।