বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় স্ত্রীসহ তিন ছেলেকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার (২৮ মার্চ) চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম একেএম নাছিরুদ্দিন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম। তাদের স্ত্রী পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার।
বাদি পক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ গণমাধ্যমকে জানান, বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে একটি মামলায় স্ত্রীসহ তিন ছেলেকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সাজা খাটতে হবে।
রায় ঘোষণার পর ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও পরে আপিলের শর্তে ১৫ দিনের জামিন দেওয়া হয় বলে জানান তিনি।