চাঁপাইনবাবগঞ্জে বড় ভাই শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সরকার পক্ষের কৌশুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা এ তথ্য জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিউল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে। তার বড় ভাই নিহত শহীদুল ইসলাম সেনাবাহিনীর করপোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন।