মালয়েশিয়ার বিপক্ষে টেনিসে বাংলাদেশের জয়

অন্যান্য খেলা

বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২-১ ব্যবধানে জয় এনে দিল অমল-মামুনরা। ৮ মার্চ, বৃহষ্পতিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নওফল সিদ্দিক বিন কামারুজ্জামান ৬-৩, ৫-৭, ৬-০ গেমে অমল রায়কে হারিয়ে এগিয়ে নেন মালয়েশিয়াকে। দ্বিতীয় ম্যাচে মামুন ব্যাপারীর দাপুটে টেনিসে সমতায় ফেরে বাংলাদেশ। মালয়েশিয়ার তালহা বিন মোহাম্মদ রাহিজামকে ৬-৩, ৬-৩ গেমে হারান তিনি। এককে হেরে যাওয়া অমল দ্বৈতে রঞ্জন রামের সঙ্গে জুটি বেধে মালয়েশিয়ার মুহাম্মদ আইমান বিন হামদান-আজরুল এখসান বিন আজমান জুটিকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *