মুম্বই মিররের খবর অনুযায়ী, গত এক মাস ধরে আলিয়ার যে রুটিন চলছে, তাতে এ বারের বার্থডেটাও কাজের মধ্যেই কাটতে চলেছে তাঁর। তবে চমক রয়েছে।
কী চমক? ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় নাকি সেটের মধ্যেই আলিয়াকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছেন। আর অয়নকে এ কাজে সাহায্য করবেন রণবীর কপূর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আলিয়াকে সারপ্রাইজ দিতে বুলগেরিয়া উড়ে যেতে পারেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রযোজন কর্ণ জোহরও। তবে পরিবারের কেউ বুলগেরিয়া যাচ্ছেন না বলেই জানা গিয়েছে।
ভ্যালেন্টাইনস সপ্তাহের কয়েকদিন আগেই ইন্ডাস্ট্রিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল, রণবীর কপূরের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং স্পট থেকেই নাকি এই নতুন সমীকরণের সূত্রপাত। আর সেই রসায়ন নাকি এতটাই জোরালো যে, তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছিল সিনে মহলে।