প্রেম, বিয়ে, সংসার এবং সবশেষ বিচ্ছেদ। সব মিলিয়ে খানিকটা বিপর্যস্ত অপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, তিনি তাঁর সন্তানকে শাকিবের কাছে নিরাপদ মনে করেন না। তাঁর ভাষ্যমতে, সন্তানের জন্যই তাঁকে তালাক দেয়া হয়েছে।
সন্তান গর্ভে আসার পর শাকিব বলেছিল, সন্তান নিলে সম্পর্ক থাকবে না আর না নিলে থাকবে। সেই সময় শাকিবের কথা গুরুত্ব না দিয়ে মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু এই সন্তান নেয়ার কারণেই সবকিছু এলোমেলো হয়ে গেল। তাই সন্তানকে নিজের মতোই গড়তে চান অপু।
অপু বলেন, বড় হয়ে সবকিছু জেনে ছেলে যদি তার বাবার কাছে যেতে চায় যাবে। তখন তিনি বাঁধা দেবেন না। নিজে শ্রম দিয়ে টাকা রোজগাড় করে নিজের সন্তানকে বড় করতে চান তিনি। শিগগিরই এই সিদ্ধান্তগুলো আইনজীবীর মাধ্যমে শাকিব খানের কাছে পৌঁছে দেবেন।
ওপারে চন্দ্রাবতী, কানাগলি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ২-এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন অপু। শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই কাজগুলো করবেন। আগামী মাসের শেষের দিকে কানাগলি সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।