সিরিয়ার ২ সপ্তাহে হাজারো মানুষ নিহত

আন্তর্জাতিক

সংস্থাটি শুক্রবার সর্বসাম্প্রতিক এ পরিসংখ্যান ঘোষণা করেছে। এতে পূর্ব গৌতায় ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সরকারি বাহিনীর চালানো নতুন অভিযানে হতাহতদের হিসাব দেওয়া হয়েছে।

তবে এটিই পুরো চিত্র নয় জানিয়ে এক বিবৃতিতে এমএসএফ বলেছে, এ হিসাবে তাদের আওতাধীন এবং আওতার বাইরের চিকিৎসাকেন্দ্রগুলোতে হতাহতদের তথ্য দেওয়া হয়নি।

পর্যবেক্ষণ গোষ্ঠীগুলো এ সপ্তাহে পূর্ব গৌতায় প্রতিদিন অসংখ্য মানুষ নিহত হওয়ার খবর জানিয়েছে।

এমএসএফ জানিয়েছে, তাদের আওতাধীন ২০ টির মধ্যে ১৫ টি চিকিৎসাকেন্দ্রই সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলার শিকার হয়েছে।

এ পরিস্থিতিতে এমএসফ বারবার অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করাসহ অবরুদ্ধ এলাকাটিতে অসুস্থ ও আহতদের সেবায় চিকিৎসা সরবরাহ পৌঁছতে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *