হৃত্তিকের সাথে ফোনকল কেলেঙ্কারিতে অভিযুক্ত কঙ্গনা

বিনোদন

কঙ্গনার সঙ্গে হৃত্তিক রওশনের সম্পর্ক নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা চলে আসছে বলিউডে। এবার ফোনকল কেলেঙ্কারিতে ফের একবার উঠে আসলো তাঁদের নাম। কঙ্গনা কি হৃতিক রোশনের কল রেকর্ডিং কোনভাবে ফাঁস করে দিয়েছিলেন? প্রশ্নটা উঠেছে। কারণ, এই কেলেঙ্কারির তদন্তে নেমে ঠাণে ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে, হৃত্তিক রওশনের নাম, মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির সঙ্গে শেয়ার করেছিলেন কঙ্গনা। তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন, আইনি নোটিসের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সঙ্গে সমস্ত ডিটেলসই শেয়ার করতে হয়।

এখনো পর্যন্ত এই কেলেঙ্কারিতে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠাণে ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বেআইনিভাবে ফোনকলের রেকর্ডিং বের করার অভিযোগে এই আইনজীবীকে গ্রেফতার করে ঠাণে পুলিশ।

কঙ্গনা রানাউতের আগে আরও অনেক বলিউড তারকার নামে এই কেলেঙ্কারির অভিযোগ এসেছে। ধারণা করা হচ্ছে, এই বিতর্কে আরও বলিউডি সেলিব্রিটির নাম প্রকাশ্যে আসতে পারে। এই কেলেঙ্কারিতে নিজের নাম উঠে আসাতে মুখ খুলেছেন কঙ্গনা। তিনি বলছেন, কোনকিছু ভেবে নেওয়ার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *