বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক ৭০ টাকার একটি স্মারক নোট ইস্যু করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭০ টাকার স্মারক নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।
নোটেটির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র ও বাইনারি সংখ্যা এবং অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশা মুদ্রিত আছে।
ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। তবে এর সঙ্গে পাওয়া যাবে দৃষ্টিনন্দন ফোল্ডার ও খাম। ফোল্ডার ও খামসহ নোটটির মূল্য ২০০ টাকা।
এর আগে স্বাধীনতার ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ৪০ ও ৬০ টাকার স্মারক নোট ইস্যু করা হয়েছিল।
২২ মার্চ দুপুর ১২টা থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।