বালি দ্বীপে ‘নিয়েপা’ নামের ধর্মীয় উৎসব চলার সময় আগামী শনিবার ২৪ ঘণ্টা টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
এমনকী স্থানীয় বিমানবন্দরও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইন্দোনেশিয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা নিওমান সাজায়ম বলছেন, নীরবতার দিনটি পালনের জন্য টিভি এবং রেডিও সম্প্রচারও বন্ধ থাকবে।
বালি দ্বীপের হিন্দু জনগোষ্ঠী এই দিনটিকে নীরবতার দিন হিসেবে পালন করে থাকেন।