বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয় সারা দেশে নিবন্ধিত ৩১ লাখ যানবাহনের সাথে পাল্লা দিয়ে অনিবন্ধিত, ভুয়া নম্বরধারী ও অযান্ত্রিক যান মিলে প্রায় ৫০ লাখ যানবাহন রাস্তায় চলছে, যার ৭২ শতাংশেরই ‘ফিটনেস নেই’।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘সড়কে নৈরাজ্য ও অব্যবস্থাপনা উত্তরণের উপায়’ র্শীষক এক গোলটেবিল আলোচনায় বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা ও যানবাহনের হালহকিকত নিয়ে কয়েকটি প্রতিবেদন উপস্থাপিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানীতে ৮৭ শতাংশ বাস-মিনিবাস ট্রাফিক আইন লংঘন করে বেপরোয়াভাবে চলাচল করে, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা।
“সারা দেশে চালকের সংখ্যা ৭০ লাখ, তাদের মধ্যে বিআরটিএ’র লাইসেন্স আছে ১৬ লাখের। বাকিরা অবৈধভাবে গাড়ি চালাচ্ছেন।”
সংগঠনের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ সেলের তথ্য মতে, চলতি বছর জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে এক হাজার ৭৭৯টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ৮৪১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন, যাদের ২৮৮ জনকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।