আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইনাহারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে আলজিয়ার্সের বৌফারিক বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার তৈরি ওই ইলিউশিন পরিবহন উড়োজাহাজটিতে পশ্চিম সাহারার পোলিসারিও ইনডিপেনডেন্স মুভমেন্টের ২৬ সদস্যরাও ছিলেন বলে জানান আলজেরিয়ার ক্ষমতাসীন এফএলএন পার্টির এক নেতা।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে একটি রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর ঘটনাস্থলের পাশে একটি মাঠে নিরাপত্তাকর্মীদের ভিড় দেখা যায়।
বিধ্বস্ত উড়োজাহাজটির লেজের একটি অংশ একটি জলপাই গাছের ওপর দিয়ে ঝুলতে এবং উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতে বলা হয়, নিহত ২৫৭ আরোহীর বেশিরভাগই সেনাসদস্য।