ইন্ডিয়ান উইমেনস লিগে তামিলনাড়ু সিথু এফসির হয়ে দারুণ করছেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পরের দুই ম্যাচেই একাদশে। প্রথম একাদশে নেমে তো টানা গোলই পেলেন। সিথুর প্রথম একাদশে সাবিনা নিজের জায়গা করে নিয়েছেন লড়াই করেই। লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন টটেনহামে খেলা খেলোয়াড়কে।
ইংলিশ ক্লাবে খেলা সেই ফুটবলার হলেন তানভি হ্যানসন। যদিও তিনি ভারতীয়, তবে ইন্ডিয়ান উইমেন্স লিগে তানভি খেলছেন বিদেশি খেলোয়াড়ের কোটাতেই। লিগের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে ১৮ সদস্যের দলে থাকতে পারবেন দুজন আর একাদশে খেলতে পারবেন একজন বিদেশি। প্রথম ম্যাচে হ্যানসনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা। অল্পক্ষণের সুযোগেই বাজিমাত। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাবিনাকে।