ইমরান’স লাইভ নিয়ে আসছেন আরজে ইমরান

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এবার আরজে হচ্ছেন। রেডিও টুডেতে তাঁকে নিয়ে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান, নাম ‘ইমরান’স লাইভ’।

বিষয়টি নিয়ে ইমরান দারুণ উচ্ছ্বসিত। কারণ, এবারই প্রথম তিনি রেডিও শো নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। অনুষ্ঠানটি নিয়ে দারুণ সব পরিকল্পনা করছেন। তবে এই মুহূর্তে তার কিছুই প্রকাশ করতে চান না, কিছুটা রহস্য রাখতে চান তিনি।

আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতি শুক্রবার রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

‘ইমরান’স লাইভ’ অনুষ্ঠানের বিশেষ পর্বে থাকবে ‘মিট উইথ ইমরান’। এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কুইজে বিজয়ী পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অন-এয়ারে আড্ডা দেওয়ার সুযোগ।

২০০৮ থেকে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ইমরানের পেশাদার গানের জগতে পথচলা শুরু। শুরুটা ধীরে হলেও এখন তাঁর ব্যস্ততা অনেক বেড়েছে। দেশের আনাচকানাচে গান গেয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের মাঝেও তাঁর চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *