আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিলের পাশাপাশি একটি পারমাণবিক কর্মসূচি স্থাপনা বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। আজ শনিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ২১ এপ্রিল, অর্থাৎ আজ থেকেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করে দিচ্ছে দেশটি। কোরিয়া উপদ্বীপে শান্তি স্থাপনে ও অর্থনৈতিক অগ্রগতিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।