প্রায় ১৬০ ফিট ওপর থেকে নেমে আসা জলরাশির অপরূপ সুন্দর দৃশ্য দেখার অভিপ্রায় থাকলে ‘হাম হাম’ জলপ্রপাত দেখতে যাবার বিকল্প নেই।
সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নৈসর্গিক এই জলপ্রপাত দেখতে হলে গহীন অরণ্য দিয়ে পায়ে হেঁটে যেতে হবে।
চারদিকে ঘনজঙ্গল, প্রচুর বাঁশবন, হিমশীতল ঠাণ্ডা পানির ঝিরি পথ, ছোটবড় পাহাড়, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ রাস্তা। প্রতিমুহূর্তে মনে হবে কখন গিয়ে পৌঁছবো! পৌঁছানোর পর মনে হবে- বখতিয়ার খলজি মনে হয় এভাবেই বাংলা বিজয় করেছেন।
চোখজুড়ানো সবুজঘেরা চারপাশের মাঝখানে কলকল শব্দে ‘হাম হাম’ তার অমিয় ধারা বর্ষণ করছে অকৃপণভাবে।
জঙ্গলে উল্লুক, চশমাপরা হনুমান, বানর আর হাজারো পাখির শব্দের সাথে হাম হামের ঝড়ে পড়ার শব্দ মিলে তৈরি হয় অদ্ভুত এক রোমাঞ্চকর পরিবেশ। স্থানীয় ত্রিপুরা আদিবাসীরা একে ‘চিতা ঝর্ণা’ বলে।
২০১০ সালে আবিষ্কৃত এ জলপ্রপাত এখনো অনেকের কাছেই অজানা। যারা এডভেঞ্চারধর্মী ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য ‘হাম হাম’ স্মরণীয় হয়ে থাকবে।