মাদারীপুরের কালকিনির তিনটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে (২ এপ্রিল) ভুল সেটের প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ‘খ’সেটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদারীপুরের কালকিনির তিনটি কেন্দ্রে ঘটেছে এর ব্যতিক্রম। উপজেলার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ‘ক’ সেটের প্রশ্নে। ফলে দুশ্চিন্তায় রয়েছে ৩টি কেন্দ্রের ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
কেন্দ্র তিনটি- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ।
সংশ্লিষ্ট এক শিক্ষক জানান,‘প্রথম বিষয়টি আমরা বুঝতে পারিনি। পরীক্ষা শেষে অভিভাবকের মাধ্যমে জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তবে এতে কোনো পরীক্ষার ক্ষতি হবে না এমন আশ্বাস আমরা পেয়েছি।’