উড়োজাহাজের কেবিন ক্রুর গলায় কলম চেপে ধরে জিম্মি করে ফ্লাইটের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছেন এক ব্যক্তি। রোববার এয়ার চায়নার এক উড়োজাহাজ চাংশা থেকে বেইজিং যাত্রাপথে এ ঘটনা ঘটে।
হেনান প্রদেশের জননিরাপত্তা ব্যুরো জানিয়েছে, এয়ার চায়নার ফ্লাইটটিতে এক ক্রুকে জিম্মি করেন মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি। ফ্লাইটটিকে রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়। অবতরণের প্রায় এক ঘণ্টা পর ১০টা ৫০ মিনিটে সব যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে বের করে আনা হয়।
চীন কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করে জানায়, তাঁর নাম সু। বয়স ৪১ বছর। ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছেন।
নিরাপত্তা ব্যুরো জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে কবে তাঁকে ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে এ ঘটনায় কোন যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হন নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবিটি ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একজন কেবিন ক্রুর গলার চাপ দিয়ে লোকটি কলমটি এমনভাবে ধরে আছে যেন সেটি একটি ধারালো অস্ত্র।