টেনিস সুন্দরী সানিয়া মির্জা মা হওয়ার সুখবর দিলেন

অন্যান্য খেলা

চলতি বছর অক্টোবরেই মা হতে যাচ্ছেন সানিয়া মির্জা। সানিয়া নিজেই জানিয়েছেন এ সুখবর। সানিয়ার বাবাও নিশ্চিত করেছেন সে খবর। সানিয়া মির্জা ও শোয়েব মালিকের অষ্টম বিবাহবার্ষিকীর দুই প্রয় সপ্তাহ পরে সুখী দম্পতির ভক্তদের জন্য সুখবর।

সানিয়ার বাবা ও কোচ ইমরান পিটিআইকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি। সানিয়ার টুইটার অ্যাকাউন্টেও পাওয়া গিয়েছে তার মা হতে যাওয়ার ইঙ্গিত। ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টুইট করেছেন, ‘বেবি মির্জা-মালিক’। ছবিতেও বোঝা যাচ্ছে সানিয়া অন্তঃসত্ত্বা। কিছুদিন আগে গোয়ায় টেনিস ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে সানিয়া একটা ইঙ্গিতও দিয়েছিলেন, ‘আমাদের বাচ্চার নামে মির্জা ও মালিক দুটিই থাকবে। শোয়েব চাচ্ছে মেয়ে হোক।’

২০১০ সালে ভারতের টেনিস সুন্দরী বিয়ে করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *