শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তানভীর রহমান নামে এক ছাত্র মারা গেছে। তানভীর রহমান ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের ইভনিং কোর্সে ভর্তি হয়েছিল। সিসি টিভির ফুটেজে এমবিএ ভবনের নয়তলা থেকে তাঁকে লাফ দিতে দেখা যায়। এ সময় তাঁর আশপাশে কেউ ছিল না। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
কলা ভবনের পেছন থেকে ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাণিজ্য অনুষদের কর্মচারী রাসেল মিয়া বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে একটি বিকট শব্দ পাই। বাইরে বেরিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর সঙ্গে আইডি কার্ড ছিল। সেখান থেকে তাঁর পরিচয় জানা যায়।’
তানভীর রহমান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২৬তম ব্যাচের সন্ধ্যাকালীন এমবিএ-এর শিক্ষার্থী। তিনি ঢাকার শেওড়াপাড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।