দাফনের আগে হঠাৎ নড়ে ওঠে  মৃতঘোষিত শিশুটি

খবর ঢাকা বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পরই মৃত ঘোষণা করা হয় এক নবজাতক কন্যাশিশুকে। দাফনের জন্য গোসল করানোর সময় হঠাৎ নড়ে ওঠে নবজাতক। তাঁকে দ্রুত   আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাশিশুর জন্ম দেন শারমিন আক্তার (২০)। জন্মের পরপরই নবজাতকটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। দাফনের আগে গোসল করানোর সময় হঠাৎ নড়ে ওঠে বাচ্চা। তাঁকে দ্রুত আজিমপুর মাতৃসদন হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসকেরা শিশুটিকে আগারগাঁও শিশু হাসপাতালে পাঠান। শিশুটি এখন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সাংবাদিকদের জানান, তিনি খবরটি শুনেছেন। তিনি বিভাগীয় প্রধানকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *