দেশের সুরক্ষা আরও পাকাপোক্ত করার জন্য একটি ডিফেন্স প্ল্যানিং কমিটি করার পরিকল্পনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এটি পর্যালোচনা করবেন৷ এর জন্য ক্ষমতা উন্নয়ন পরিকল্পনা ও গাইডলাইন, আত্মরক্ষার উপাদানগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ এর তত্ত্বাবধানের রয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়৷
ভারতের সুরক্ষা সংক্রান্ত কূটনীতিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে৷ বর্তমানে প্রতিবেশি রাষ্ট্রগুলি থেকে প্রায়ই হুমকি পাচ্ছে ভারত৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাজেটের সীমাবদ্ধতা অনুযায়ী, দরকার মতো এটি আত্মরক্ষার উপাদান তৈরি করবে৷ এখনও পর্যন্ত এই ডিফেন্স প্ল্যানিং হার্ডওয়্যার তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷
এই ডিসিপি বডির চেয়ারম্যান হবেন দেশটির সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল৷ এছাড়া থাকবেন স্টাফ কমিটির প্রধানরা, ৩ জন সার্ভিস চিফ, ডিফেন্স, এক্সপেনডিচার ও ফরেন সেক্রেটারিরা৷ এই কমিটি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে রিপোর্ট সাবমিট করবেন৷ ২১ এপ্রিল জার্মানি থেকে ফিরবেন দোভাল৷ তারপরই তাঁর সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানানো হয়েছে৷