পরিবেশ বাঁচাতে নিজের গায়ে আগুন দিলেন মার্কিন আইনজীবী

আন্তর্জাতিক খবর

নিউ ইয়র্কের একটি পার্কে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিজের গায়ে আগুন লাগিয়ে দেন একজন বিশিষ্ট মার্কিন আইনজীবি।

ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় ৬০ বছর বয়সী ডেভিড বাকেলের দেহাবশেষ।

মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোটে মি. বাকেল লিখেছেন জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার মৃত্যুতে।

তিনি বলেন অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়।

আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবেডেভিড বাকেল, মার্কিন আইনজীবি  সমকামী ও হিজড়াদের অধিকার আদায় সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন মি. বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সাথে কাজ করেছেন।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে তাঁর দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই নোটটি মেইল করে পাঠানো হয়েছে।

তিনি বলেন’ “আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *