কেরলার ত্রিশূরের একটি কলেজে বি.কম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া প্রকাশ বারিয়র। বয়স সবে ১৮। ক’দিন আগেই মালয়লাম ছবি ‘অরু আদার লাভ’ ছবিটি দিয়ে অভিনয় জীবনের শুরু করেছেন তরুণ এই অভিনেত্রী। সেখানে তাঁর চোখের চাহনি, ভ্রু’র ওঠানামায় হিল্লোল তুলেছিলেন কোটি কোটি তরুণের হৃদয়ে। চোখের ইশারায় জাদু চালানোর পর থেকেই তাঁকে ‘জাতীয় ক্রাশ’ বলা হয়।
এবার ফের একবার চোখের ইশারায় জাদু চালালেন প্রিয়া। সম্প্রতি নেসলে মঞ্চ চকলেটের বিজ্ঞাপনে দেখা গেল প্রিয়াকে। প্রায় ২৫ সেকেন্ডের এই বিজ্ঞাপনটির অধিকাংশ সময় জুড়ে থাকা প্রিয়া বেশ আকর্ষণীয়ভাবেই নিজেকে উপস্থাপন করেছেন। ক্রিকেট মাঠের পাশে বসে মন দিয়ে চকলেট খাচ্ছেন প্রিয়া। এক খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনেই ধরা দিয়েছে সেই চেনা মেজাজ, চোখে চোখে কথা।
নতুন বিজ্ঞাপনেও কিন্তু ফের এক বার জাদু চালিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিওটিও।
বলিউডে এখনও পা রাখেননি প্রিয়া। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রণবীর সিংহের বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াকে।