বিএনপির শীর্ষ ৯ নেতার ব্যাংক লেনদেনের হিসাব চেয়েছে দুদক

খবর জাতীয়

বিএনপির শীর্ষ নয় জন নেতার লেনদেনের হিসাব চেয়ে আটটি ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই নয় বিএনপি নেতার মধ্যে চারজনই দলের শীর্ষ নীতিনির্ধারণী কমিটি বা স্থায়ী কমিটির সিনিয়র সদস্য।

– খন্দকার মোশররফ হোসেন, নজরুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাস। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুরও লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। তাবিথ আওয়ালের হিসাবও তলব করা হয়েছে।

সম্প্রতি অনলাইন মিডিয়ায় খবর বেরোয় যে বিএনপির কজন শীর্ষ নেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত টাকা তারা বিদেশে পাচার করছেন বলেও দু একটি খবরে লেখা হয়।

জানা গেছে, সেই সূত্রেই দুদক সোমবার বিএনপির এসব নেতার কথিত অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *