বাস দূর্ঘটনায় হাত হারানো তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া বাড়তি যেসব খরচ হচ্ছে, তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তাঁর নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন।
রাজীব হোসেনের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে আলোচনায় বসেন চিকিৎসকেরা।
ডাঃ শামসুজ্জামান শাহীন জানান, রোগীকে ভালোকরে পরীক্ষা করে দেখা হয়েছে। তাঁর মস্তিষ্ক ভালো আছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। তাঁকে উন্নত মানের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হাতের আঘাতের পর শরীরের অন্য কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি’না সেটা নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে রাজীবের অবস্থা স্থিতিশীল আছে।
উল্লেখ্য যে দুই বাসের ওভারটেকিং এর প্রবল চাপে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম সড়কে সবার চোখের সামনে ঘটে এই ঘটনা।