মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম: মুহাম্মদ জুনাইদ বাবুনগরী

খবর

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফেজ মুহাম্মদ জুনাইদ বাবুনগরী বলেছেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো ওই বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘জীবজন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা অনৈসলামিক ও বিজাতীয় সংস্কৃতি।

নারী-পুরুষের মুখে উল্কি এঁকে, মুখোশ পরে, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ একসঙ্গে অশালীন পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে ঢোল-বাদ্যের তালে তালে নৃত্য করে র‌্যালি করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *