সাবিনা গোল না পেলে সিথু জেতে না—এ যেন এক অলিখিত নিয়ম। ইন্ডিয়ান উইমেন্স লিগে টানা চার ম্যাচে গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তাঁর দল তামিলনাড়ুর সিথু এফসি জিতেছিল ম্যাচগুলোতে। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল করতে পারেনি সাবিনা। সিথু এফসি পায়নি জয়, তবে হারতেও হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।
প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায়ই ১-০ গোলে এগিয়ে যায় ইস্টার্ন স্পোর্টিং ক্লাব। খেলার ১৪ মিনিটে দলীয় অধিনায়ক ইন্দুমাথির গোলে ১-১ সমতায় ফেরে সিথু এফসি। এরপর ম্যাচ জয়ের জন্য হয়তো সাবিনার দিকে তাকিয়ে ছিল তামিলনাড়ুর সমর্থকেরা। কিন্তু আর জ্বলে উঠতে পারেননি আগের দুই ম্যাচে জোড়া গোল করা সাবিনা। তাঁকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা।
সাত দলের লিগের ছয় ম্যাচের প্রথম ও শেষ ম্যাচে গোল পাননি সাবিনা। আর দুটি ম্যাচেই জয়বঞ্চিত তামিলনাড়ুর ক্লাবটি। প্রথমটিতে হারতে হয়েছিল আর শেষটিতে ড্র। তবে এতে খুব বেশি ক্ষতি হয়নি দলের। কেননা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সিথু এফসিও।