সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।
বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।