কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে মধ্যে পড়ে একটি হাত হারানোসহ মাথায় গুরুতর জখম হওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব মারা গেছেন।
সোমবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রাজীবকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। ঢাকার মতিঝিলে খালার বাসায় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন স্নাতকে।
রাজীবের খালা জাহানারা বেগম বলেছেন কাল সকালে তিনি লাশ বাড়ি নিতে চান।