২০তম মেরিল-প্রথম আলো পুরস্কার যারা পেলেন

বিনোদন

৩০শে মার্চ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বিনোদনভিত্তিক বাৎসরিক পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারের বিংশ আয়োজন। ২০১৭ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী ববিতাকে।

চলচ্চিত্র সমালোচক পুরস্কার শাখায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘খাঁচা’। এই চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর ও আকরাম খান। ‘খাঁচা’ পরিচালনা করে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আকরাম খান। একই ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন আজাদ আবুল কালাম। আর ‘ছিটকিনি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা খান।

চলচ্চিত্র সমালোচক পুরস্কার শাখায় সব আলো কেড়ে নিয়েছে ‘খাঁচা’। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭-এর এবারের আসরে সমালোচক শাখায় তিনটি পুরস্কার পেয়েছে ‘খাঁচা’। সেরা চলচ্চিত্র, পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার অর্জন হয়েছে এই চলচ্চিত্রের মাধ্যমে।

বিনোদন ও সংস্কৃতি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

 

এক নজরে এবারের পুরস্কারপ্রাপ্ত তারকারা

আজীবন সম্মাননা ২০১৮: ববিতা

সমালোচক পুরস্কার (টিভি)

সেরা নাট্যকার: আশফাক নিপুণ (দ্বন্দ্ব সমাস)
সেরা নির্দেশক: তানভীর আহসান (বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো)
সেরা অভিনেতা: রওনক হাসান (দ্বন্দ্ব সমাস)
সেরা অভিনেত্রী: সবিতা সেন (মার্চ মাসের শুটিং)

চলচ্চিত্র সমালোচক পুরস্কার

সেরা চলচ্চিত্র: খাঁচা
সেরা পরিচালক: আকরাম খান (খাঁচা)
সেরা অভিনেতা: আজাদ আবুল কালাম (খাঁচা)
সেরা অভিনেত্রী: রুনা খান (ছিটকিনি)

পাঠকের রায়

সেরা চলচ্চিত্র অভিনেতা: আরিফিন শুভ (ঢাকা অ্যাটাক)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: তিশা (ডুব)
সেরা নবাগত অভিনয় শিল্পী: তাসকিন রহমান (ঢাকা অ্যাটাক)
সেরা টিভি অভিনেতা: অপূর্ব (বড় ছেলে)
সেরা টিভি অভিনেত্রী: মেহ্‌জাবিন (বড় ছেলে)
সেরা গায়ক: জেমস (তোর প্রেমেতে অন্ধ—সত্তা)
সেরা গায়িকা: মমতাজ (না জানি কোন অপরাধে—সত্তা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *