কিশোরগঞ্জের বাজিতপুর ও মিঠামইন উপজেলায় এক নারীসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেলে বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের কাটাবন ও বাহেরবালী হাওরে অন্যদের সঙ্গে ধান কাটছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা তৌহিদ ও আব্দুর রাশিদ নামে দুই শ্রমিক।
এদের মধ্যে আব্দুর রাশিদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। অন্যজন বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামে। তারা দুইজনেই ধানকাটা শ্রমিক ছিলেন।
একই সময় জেলার মিঠামইর উপজেলার বৈরাটি এলাকায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় রুপচান নামে এক নারী।