স্বেচ্ছা মৃত্যুবরণ করলেন অস্ট্রেলীয় বিজ্ঞানী ডেভিড গুডল

আন্তর্জাতিক খবর
কোনো অসুস্থতা বা রোগাক্রান্ত হয়ে কিংবা আত্মহত্যাও নয়, বৈধভাবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলিয়ার ১০৪ বছর বয়সী উদ্ভিদবিজ্ঞানী ও পরিবেশবিদ ডেভিড গুডল।

গত বৃহস্পতিবার (১০ মে) বেলা সাড়ে ১২টায় ডেভিড গুডল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন।স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে অস্ট্রেলিয়া থেকে তাঁকে যেতে হয়েছে সুইজারল্যান্ডে। সেখানেই একটি ‘সহজ-মৃত্যু’ ক্লিনিকে প্রাণনাশক ইনজেকশন গ্রহণের মাধ্যমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুর সময় তাঁর আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিলিপ নিচখে। তিনি জানান, ডেভিড তাঁর দেহ দান করে গিয়েছেন। তিনি আরও বলেন, ‘তিনি কোনো অন্ত্যেষ্টিক্রিয়া ও স্মরণ পরিষেবা বা অনুষ্ঠান করতে নিষেধ করে গেছেন।’

উল্লেখ্য  ১৯৪০ সাল থেকে সুইজারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৈধ। আর এ কাজের জন্য বৈধ ক্লিনিকও রয়েছে সেখানে। ২০১৪ সালের এক রিপোর্ট অনুযায়ী সেবছর প্রায় ৭৪২ জন ক্লিনিকগুলোতে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেন।

 

খবর সিডনি মর্নিং হেরাল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *