আফগানিস্তান সিরিজ নিয়ে উচ্চাশা খালেদ মাহমুদের

ক্রিকেট খেলা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জোর প্রস্তুতি চলছে বাংলাদেশের। সিরিজের সূচি ঘোষণার বহু আগ থেকে এ সিরিজ নিয়ে আলোচনা চলছে। আলোচনাটা অবশ্য আফগান তারকা রশিদ খান ও মুজিব-উর-রহমানকে ঘিরেই।

এই দুই স্পিনারকে কীভাবে সামলাবে বাংলাদেশ—ঘুরেফিরে এ নিয়েই আলোচনা হচ্ছে। তবে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ আফগানিস্তান সিরিজ নিয়ে উচ্চাশাই প্রকাশ করছেন।

আফগানিস্তানের হোম সিরিজ হলেও সংগত কারণেই ভারতের দেরাদুনে হচ্ছে দ্বিপক্ষীয় এই সিরিজ। দেরাদুনের উইকেটকে মাথায় রেখেই রশিদ-মুজিবকে নিয়ে অতটা চিন্তা করছেন না মাহমুদ। আর যদি উইকেট স্পিনবান্ধবও হয়, বাংলাদেশের বোলারদের ওপর আস্থা আছে তাঁর।

তিনি বলেন, ‘আমার মনে হয় না খুব একটা স্পিনবান্ধব উইকেট হবে। উইকেটে বাউন্স থাকতে পারে। শুনলাম অনেক ঘাস আছে। আমাদের সিরিজ শুরুর আগে সাতটার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়তো ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভালো, তা নয়। যে রকম উইকেটই হোক না কেন, আমরা প্রস্তুত।’

আইপিএলে দারুণ ফর্মে আছেন লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিব। তাঁদের এমন ফর্ম ভাবালেও পুরো ম্যাচ বিবেচনায় রশিদ-মুজিব অতটা গুরুত্ব পাচ্ছেন না মাহমুদের কথায়। তিনি বলেন, ‘আমরা ওইভাবে নিচ্ছি না। দুই স্পিনার বাদেও ১২টা ওভার ব্যাট করতে হবে।’

স্কিলের দিক থেকে বাংলাদেশ দলই এগিয়ে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত মাহমুদ বলেন,  ‘হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমাদের ডিসিপ্লিন ঠিক রাখি, ভালো ক্রিকেট খেলি, তাহলে আমার মনে হয়, যেকোনো সময়, যেকোনো দিন আফগানিস্তানকে হারাতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *