দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে এবার সময়ও বদল করেছে উত্তর কোরিয়া।
শুক্রবার রাত স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়। ফলে ওই সময়ই মধ্যরাত আসে উত্তর কোরিয়ায়।
গত ২৭ এপ্রিল দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে দুই কোরীয় নেতার মধ্যে বৈঠক হয়। ঐতিহাসিক এই সম্মেলনের ধারাবাহিকতায় সময় বদলানো হয় বলে জানায় উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সংবাদ সংস্থা বলছে, দুই কোরিয়ার এক হওয়ার পথে এটি প্রথম বাস্তব পদক্ষেপ।