আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশ দলের। হালনাগাদ র্যাঙ্কিং তালিকার আটে উঠে এসেছে টাইগাররা। টেস্ট র্যাঙ্কিংয়ে এই প্রথমবারের মতো আটে ওঠার স্বাদ পেল বাংলাদেশ।
বাংলাদেশকে আটে জায়গা করে দিতে এই প্রথম নয়ে নেমে গেছে এক সময়ের প্রতাপশালী দল ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার আইসিসি নতুন র্যাঙ্কিং ঘোষণা করেছে। ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই তিন বছরে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ। তিনটিতে জিতে। হার হয় ১০টি ম্যাচে। ড্র করে ৫টি ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ এই সময়ে ২৮ টেস্ট খেলে। জিতে মাত্র ৫টিতে। হারে ১৮টি ম্যাচে। দলটির সংগ্রহ রেটিং পয়েন্ট তাই ৬৭। বাংলাদেশের ৭৫। তাতেই বাজিমাত করেছে বাংলাদেশ।
এই র্যাঙ্কিংয়ের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭১। বাংলাদেশের চেয়ে ১ রেটিং পয়েন্ট বেশি ছিল ওয়েস্ট ইন্ডিজের। এবারের ঘোষিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এবার হালনাগাদে ২০১৪-১৫ মৌসুমের ফলাফল বিবেচনার হিসেবে আনা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ। সেখানেই বাংলাদেশ টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজকে।
হালনাগাদের পর দলগুলোর অবস্থানঃ
র্যাঙ্কিং দল রেটিং পয়েন্ট
১ ভারত ১২৫ (৪+)
২ দক্ষিণ আফ্রিকা ১১২ (-৫)
৩ অস্ট্রেলিয়া ১০৬ (+৪)
৪ নিউ জিল্যান্ড ১০২ (-)
৫ ইংল্যান্ড ৯৮ (+১)
৬ শ্রীলঙ্কা ৯৪ (-১)
৭ পাকিস্তান ৮৬ (-২)
৮ বাংলাদেশ ৭৫ (+৪)
৯ ওয়েস্ট ইন্ডিজ ৬৭ (-৫)
১০ জিম্বাবুয়ে ২ (+১)