কিউবায় বিমান দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক খবর

কিউবার রাজধানী হাভানাতে একশ’র বেশি যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আভ্যন্তরীণ রুটে চলাচল করা এই বিমানটি দেশটির পূর্বাঞ্চলের ওলগিন শহরে যাচ্ছিল।

শুক্রবার হাভানার হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানার বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে  একটি মাঠের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১০৪ জন যাত্রী এবং নয়জন বিদেশী কেবিন ক্রু ছিলেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, যাত্রীদের মধ্যে শুধু তিনজন বেঁচে আছেন। তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

ঘটনায় শহরের মুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। জানা যায়, মেক্সিকোর একটি কোম্পানির কাছ থেকে ধারে বিমানটিকে ব্যাবহার করছিলো কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা।

কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়ায ক্যানেল ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। যা মোটেও আশাপ্রদ খবর নয়। মৃতের সংখ্যা অনেক বেশি হবার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। উড়োজাহাজটি অভ্যন্তরীণ ফ্লাইটে হাভানা থেকে ওলগিনে শহরে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই নিচে নেমে আসতে থাকে এবং বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *